গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজ বাতাস বুঝে ভাসাওরে তরী
আজ বাতাস বুঝে ভাসাওরে তরী ।
তেঘাটা ত্রিবিনে বড়ো তোড়তুফান ভারী ।।
একে অসার কাষ্ঠের নাও তাতে বিষ বদহাওয়াও ।
কু প্যাচে কু পাকে পলে জীবনে মরি ।।
মহাজনের ধন এনে ডুবালি সেই ত্রিবিনে ।
মাড়ুয়া বাদীর মতন যাবি ধরা পাড়ি ।।
কতশত মহাশয় সেই নদীতে মারা যায় ।
লালন বলে বুঝবো এবার মন তোর মাঝিগিরি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা