গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজ ব্রজপুরে কোন পথে যাই ওরে বলেরে তাই
আজ ব্রজপুরে কোন পথে যাই ওরে বলেরে তাই ।
আমার সাথের সাথী আর কেহ নাই ওরে কেহই নাই ।।
কোথা রাধে কোথা কৃষ্ণধন কোথারে তার সব সখীগণ ।
আর কতদিনে চলিলে সে চরণ পাই ।।
যার লেগে মুড়ি এহি মাথা তারে পেলে যায় মনের ব্যাথা ।
কী সাধনে সে চরণে পাবি ঠাই ।।
তোরা যত স্বরুপগণেতে বর দে গো কৃষ্ণচরণ পাই যাতে ।
অধীন লালন বলে কৃষ্ণ লীলের অন্ত নাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৯৬