গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজ কী দেখতে এলি গো তোরা বল না তাই
আজ কী দেখতে এলি গো তোরা বল না তাই ।
ওর আর সে কানাই নাই নন্দের ঘরে সে ভাবও নাই ।।
কানাই হেন ধন হারিয়ে আছি সদাই হত হয়ে ।
বলরে কোনদেশে গেলে আমি সে নীলরতন পাই ।।
ধনধরা গজবাজি তাতে মন না হয় রাজি ।
ওরে আমার কানাইলালের জন্য প্রাণ আকুল সদাই ।।
কী হবে অন্তিমকালে সে কথাটি রইলাম ভুলে ।
অধীন লালন কয় এ মায়াজাল কাটার কী উপায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৯৫