গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজো করছে সাঁই ব্রহ্মাণ্ডে অপার লীলে
আজো করছে সাঁই ব্রহ্মাণ্ডে অপার লীলে ।
নৈরাকারে ভেসেছিলো যেরুপ হালে ।।
নৈরাকারের গম্ভু ভারী আমি কি তাই বুঝতে পারি ।
কিঞ্চিত প্রমাণ তারই শুনি সমকূলে ।।
অবিম্বু উথলিয়ে নীর হয়েছিলো নিরাকার ।
ডিম্বরুপ হয়গো তার সৃষ্টির ছলে ।।
আত্মতত্ব আপনি ফানা মিছে করি পড়াশোনা ।
লালন বলে যাবে জানা আপনার আপনি চিনিলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১০২