গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজব আয়না মহল মণি গভীরে
আজব আয়না মহল মণি গভীরে ।
সেথা সতত বিরাজে সাঁইজি মেরে ।।
পূর্বদিকে রত্নবেদী তার উপরে খেলছে জ্যোতি ।
যে দেখেছে ভাগ্যগতি সে সচেতন সব খবরে ।।
জলের ভিতর শুকনা জমি আঠারো মোকামে তাই কায়েমী ।
নিঃশব্দে শব্দের উদগামী যা যা সেই মোকামের খবর জানগা যারে ।।
মণিপুরের হাটে মনোহরি কল তেহাটা ত্রিবেণী তাহে বাঁকা নল ।
মাকড়ার আশে বন্দি সে জল লালন বলে সন্ধি বুঝবে কেরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৯৮