গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজব এক রসিক নাগর ভাসছে রসে
আজব এক রসিক নাগর ভাসছে রসে ।
হস্তপদ নাইরে তার বেগে ধায় সে ।।
সেই রসের সরোবর তিলে তিলে হয় সাঁতার ।
উজান ভেটেন কলকাঠি তার ঘুরায় বসে ।।
ডুবলেরে দেল দরিয়ায় সে রাসলীলে জানা যায় ।
মানবজনম সফল হয় তার পরশে ।।
তার বামে কুলকুণ্ডলীনি যোগমারা যারে বলি ।
লালন কয় স্মরণ নিলি যাই স্বদেশে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১০০