গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজব রঙ ফকীরি সাদা সোহাগীনি সাঁই
আজব রঙ ফকীরি সাদা সোহাগীনি সাঁই ।
তার চুড়ি শাড়ী ফকীরি ভেদ কে বুঝিবে তাই ।।
সর্বকেশী মুখে দাড়ি পরনে তার চুড়ি শাড়ী ।
কোথা হতে এলো এ সিড়ি জানিতে উচিত তাই ।।
ফকীরি গোর মাঝার দেখোরে করিয়ে বিচার ।
সাদা সোহাগীনি সবার উপর আদ্যঘর শুনতে পাই ।।
সাদা সোহাগীনির ভাবে প্রকৃতি হইতে হবে ।
লালন কয় মন পাবি তবে ভাবসমুদ্রে থৈ ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১০১