গীতিকার: লালন ফকির
শিরোনাম: একাকারে হুহুঙ্কার মেরে আপনি সাঁই রব্বানা
একাকারে হুহুঙ্কার মেরে আপনি সাঁই রব্বানা ।
অন্ধকার ধন্ধকার কুওকার নৈরাকার এসব কিছু ছিলোনা ।।
কুন বলে এক শব্দ করে সেই শব্দে নূর ঝরে ।
ছয়টি গুটি হলো তাতে শোনো গো তার বর্ণনা ।।
সেই ছয়গুটি হতে ছয়টি জিনিস পয়দা তাতে ।
আসমান যমীন সৃজনীতে মনে তার হয় বাসনা ।।
ছয়েতে তসবীহ হলো সেই তসবীহ জপ করিলো ।
কোরাণেতে প্রমাণ রইলো লালন কয় শোনো ঠিকানা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৭১