গীতিকার: লালন ফকির
শিরোনাম: আকার কি নিরাকার সাঁই রব্বানা
আকার কি নিরাকার সাঁই রব্বানা ।
আহাদ আর আহমদের বিচার হলে যায় জানা ।।
আহমদ নামে দেখি মীম হরফ লেখে নফি ।
মীম গেলে আহাদ বাকী আহমদ নাম থাকেনা ।।
খুদিতে বান্দার দেহে খোদা সে আছে লুকায়ে ।
আহাদে মীম বসায়ে আহমাদ নাম হলো সে না ।।
এই পদের অর্থ ঢুড়ে কারো বা জান বসেছে ধড়ে ।
কেউ বলে লালন ভেড়ে ফাকড়ানো সই বোঝেনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৮১