গীতিকার: লালন ফকির
শিরোনাম: এখন কেনে কাঁদছো রাধে নির্জনে
এখন কেনে কাঁদছো রাধে নির্জনে ।
ও রাধে সেকালে মান করেছিলো সে কথা তোর নাই মনে ।।
ও রাধে কোনে করো মান ও কুঞ্জে আসেনা যে শ্যাম
জলে আগুন দিতে পারি বৃন্দে আমার নাম
ও রাধে হাত ধরে প্রাণ সপেছিলো কেমনে ।।
চলো আমরা সব সখি মিলে একটি বনফুল তুলে
বিনে সুতায় মালা গেথে দেবো শ্যামের গলে
লালন কয় শ্যাম হয়ে বসবো রাধার ডানে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৭৪