গীতিকার: লালন ফকির
শিরোনাম: আলিফ লাম মীমেতে কোরাণ তামাম শোধ লিখেছে
আলিফ লাম মীমেতে কোরাণ তামাম শোধ লিখেছে ।
আলিফে আল্লাজি মীম মানে নবী লামের হয় দুই মানে
এক মানে হয় শরায় প্রচার আরেক মানে মারফতে ।।
তার দরমিয়ানে লাম আছে ডানে বাম আলিফ মীম দুইজনে ।
যেমন গাছ বীজ অঙ্কুর এইমতো ঘুর না পারি বুঝিতে ।।
ইশারার বচন কোরাণেরই মানে হিসাব করো এই দেহেতে ।
পাবি লালন সব অন্বেষণ ঘুরিসনে ঘুরপথে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৪৭