গীতিকার: লালন ফকির
শিরোনাম: আল্লাহ নাম সার করে যেজন বসে রয়
আল্লাহ নাম সার করে যেজন বসে রয় ।
তার আবার কীসের কলের ভয় ।।
মুখে আল্লার নাম বলো সময় যে বয়ে গেলো
মালেকুল মউত এসে বলিবে চলো
যার বিষয় সে নিয়ে যাবে সে কি রাখবে ভয় ।।
আল্লার নামের নাইকো তুলনা
সাদেক দেলে সাধলে সাধনা বিপদ থাকেনা
সে যে খুলবে তালা জ্বলবে আলা দেখতে পাবে জ্যোতির্ময় ।।
ফকীর লালন ভেবে কয়
তার নামের তুলনা দিতে নাই
আল্লা হয়ে আল্লা ডাকে জীবে কি তার মর্ম পায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা