গীতিকার: লালন ফকির
শিরোনাম: আল্লাহ সে আল্লা বলে ডাকছে সদাই করে ফকীরি
আল্লাহ সে আল্লা বলে ডাকছে সদাই করে ফকীরি ।
জানলে তার ফিকির ফাকার তারই এবার হয় ফকীরি ।।
আত্মারুপের পরিচয় নাই যার পড়লে কি যায় মনের অন্ধকার ।
আবার আত্মারুপে কর্তা হয়ে হও বিচারী ।।
কোরাণে কালুল্লায় কুল্লে শাইন মোহিত লেখা যায় ।
আল জবানের খবর জেনে হও হুশিয়ারী ।।
বেদ পড়ে ভেদ পেতো যদি সবে গুরুগৌরব থাকতোনা ভবে ।
লালন ভনে তাই না জেনে গোলমাল করি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৫০