গীতিকার: লালন ফকির
শিরোনাম: আল্লার বান্দা কীসে হয় বলো গো আজ আমায়
আল্লার বান্দা কীসে হয় বলো গো আজ আমায় ।
খোদার বান্দা নবীর উম্মত কী করিলে হওয়া যায় ।।
আঠরো হাজার আল্লার আলম কত হাজার কালাম কয় ।
সিনা সফিনায় কয় হাজার রয় কয় হাজার এই দুনিয়ায় ।।
কত হাজার আহমদ কালাম তাহার খবর কও আমায় ।
কোন সাধনে নূর সাধিলে সিনার কালাম হয় আদায় ।।
গোলামী করিলে পরে আল্লার ভেদ পাওয়া যায় ।
লালন বলে আহাদ কালাম দিবেন কি সাঁই দয়াময় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৫১