গীতিকার: লালন ফকির
শিরোনাম: আলক সাঁই আল্লাজি মিশে
আলক সাঁই আল্লাজি মিশে ।
ফানা ফিল্লা মোরাকাবায় নাহি পায় দিশে ।।
যার ধরে বসত করি নিরাকার কি ডিম্বধারী ।
আমি ঐ তল্লাশে ঘুরে মরি আছেন তিনি কোন ঘরে বসে ।।
মক্কা মোয়াজ্জেমা যারে বলে সে কী আহাদে আহমদ মেলে ।
মোশাহেদায় কপাট পলে থাকে গুরুর আড়ার পাশে ।।
যেমন লোহাতে চমক ঠেকালে চার রঙ যায় অমনি গলে ।
শিক্ষাগুরুর দয়া হলে দেখা দেয় সে অনাসে ।।
লালেতে হয় মতির জন্ম পানিতে হয় মাটির ধর্ম ।
লালন বলে ব্রহ্মাণ্ডের জন্ম করলে না তার উদ্দিশে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা