গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমার আপন খবর নাহিরে কেবল বাউল নাম ধরি
আমার আপন খবর নাহিরে কেবল বাউল নাম ধরি ।
বেদ বেদান্তে নাই যার উল কেবল শুদ্ধনামে মশগুল জগতভরি ।।
খবরদার কারে বলা যায় কীসে হয় খবরদারী ।
আপনার আপনি যে জেনেছে বাউলের উল সে পেয়েছে সেই হুশিয়ারই ।।
কত মুনি ঋষি যোগী সন্ন্যাসী খবর পায়না তারই ।
আউলবাউলের আত্মতত্ব ভজন আমি লালন পশুর চলন কেমনে ধরি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা