গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমার দেখে শুনে জ্ঞান হলো না
আমার দেখে শুনে জ্ঞান হলো না ।
আমি কি করিতে কি করিলাম আমার দুগ্ধেতে মিশিলো চোনা ।।
মদনরাজার ডঙ্কা ভারী হলামনা তার আজ্ঞাকারী ।
যার মাটিতে বসত করি চিরদিন তারে চিনলাম না ।।
রাগের আশ্রয় নিলে তখন কী করিতে পারে মদন ।
আমার হলো কামলোভী মন মদন রাজার গাঠরী টানা ।।
উপর হাকিম একদিনে কৃপা করলে নিজগুণে ।
দ্বীনের অধীন লালন ভনে যেত মনের দোটানা ।।
আকারে ভজন সাকারে সাধন তাই ।
আকার সাকার অভেদ রুপ জানতে হয় ।
ভজনের মূল নিরাকার গুরুশিষ্য হয় প্রচার ।
সাকার রুপেতে আকারে নির্ণয় আকার ছাড়া সাকার নাহি রয় ।।
পুরুষ প্রকৃতি আকার যুগল ভজন প্রচার ।
নায়ক নায়িকার যোগ মাহাত্ম্য যোগের সাধন জানতে হয় ।।
অযোনি সহজ সংস্কার স্বরুপে দুইরুপ হয় নিহার ।
স্বরুপে রুপের স্বরুপ হয় অবোধ লালন তাই জানায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২৩