গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমার দিন কি যাবে এই হালে আমি পড়ে আছি অকূলে
আমার দিন কি যাবে এই হালে আমি পড়ে আছি অকূলে ।
কত অধম পাপী তাপী অবহেলে তরালে ।।
জগাই মাধাই দুটি ভাই
কাদা ফেলে মারিলো গায় তাহে তো নিলে
আমি তোমার কেউ নই দয়াল তাই কি মনে ভাবিলে ।।
অহল্যা পাষাণী ছিলো
সেও তো মানব হলো প্রচুর চরণ ধূলে
আমি পাপী ডাকছি সদাই দয়া হবে কোন কালে ।।
তোমার নাম লয়ে যদি মরি
দোহাই দিই তবু তোমারই আর আমি যাবো কোন কূলে
তুমি বৈ আর কেউ নাই আমার মূঢ় লালন কেঁদে বলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২২