গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমার হয়না রে সেই মনের মতো মন
আমার হয়না রে সেই মনের মতো মন ।
কবে জানবো সেই রাগের কারণ ।।
পড়ে রিপু ইন্দ্রিয় ভোলে মন বেড়ায় রে ডালে ডালে ।
দুই মনে এক মন হলে এড়ায় শমন ।।
রসিক ভক্ত যারা মনে মন মিশালো তারা ।
শাসন করে তিনটি ধারা পেলো রতন ।।
কবে হবে নাগিনী বশ সাধবো আমি অমৃতরস ।
সিরাজ সাঁই কয় বিষেতে বিনাশ হলি লালন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২৬