গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমার মন বিবাগী ঘোড়া বাগ মানেনা দিবা রাতে
আমার মন বিবাগী ঘোড়া বাগ মানেনা দিবা রাতে ।
মুর্শিদ আমার বুটের দানা খায়না ঘোড়ার কোনোমতে ।।
বিসমিল্লায় দিয়ে লাগাম একশো ত্রিশ তাহার পালন ।
কোরাণমতে কষনি কষে চড়লাম ঘোড়ার সওয়ার হতে ।।
বিসমিল্লাহের গম্ভু ভারি নামাজ রোজা তাহার সিড়ি ।
খায় রাতে দিনে পাঁচ আড়ি ছিড়লো দড়া আচম্বিতে ।।
লালন কয় রয়ে সয়ে কত সওয়ারী যাচ্ছে বেয়ে ।
পারে যাবো কী ধন লয়ে আছি আমি কোড়া হাতে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২৪