গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমার মনের মানুষ নাই যে দেশে সে দেশে আর কেমনে থাকি
আমার মনের মানুষ নাই যে দেশে সে দেশে আর কেমনে থাকি ।
সখী এ দেশেতে ঝরে আমার আঁখি ।।
দেশের লোকের মন ভালোনা কৃষ্ণের কথা কইতে দেয়না ।
সদাই আমার মন উতালা ঘরে মন কেমনে রাখি ।।
জানো নারে প্রাণগোবিন্দ আমার হইলো কপাল মন্দ ।
প্রাণ করছে উড়ু উড়ু হায় কি করি ।
লালন বলে আপন ভুলে পলাম পরের চোখই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা