গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমার সাধ মেটেনা লাঙ্গল চষে
আমার সাধ মেটেনা লাঙ্গল চষে ।
জমি করবো আবাদ ঘটে বিবাদ দুপুরে ডাকিনী পুষে ।।
পালে ছিলো ছয়টা এড়ে দুটো কানা দুটো খোড়া আর দুটো হয় আলসে ।
তাদের ধাক্কা দিলে হুক্কা ছাড়ে কখন যেন সর্বনাশে ।।
জমি করি পদ্মবিলে মানমাতঙ্গ কামসলিলে জমি গেলো কষে ।
জমির বাধ বুনিয়াদ ভেসে গেলো কাঁদি জমির আলে বসে ।।
সুইলিশ লোহার অস্ত্রখানি ধার ওঠেনা দিনরজণী টান দিলে যায় খসে ।
ফকীর লালন বলে পাকাল না দিলে সে অস্ত্র কি আসে বশে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা