গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমার শুনিতে বাসনা দেলে
আমার শুনিতে বাসনা দেলে ।
গুরু সেই কথাটি বলো খুলে ।।
যখন তোমার জন্ম হলো বাবা তখন কোথায় ছিলো ।
কার সঙ্গে মা যুগল হলো কে তোমারে জন্ম দিলো ।।
শুনি মায়ের পালিত ছেলে দুটি গর্ভে জন্ম হলে ।
কার গর্ভে কয়দিন ছিলে তোমার হায়াত মউত কে লিখিলে ।।
মায়ের বাম অঙ্গে কেবা বাবা দায়ে ঠেকায় সেবা ।
লালন ভণে তাপিত প্রাণে জ্ঞাননয়নে দেবেন বলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা