গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমারে জল সেচায় জল মানেনা এই ভাঙ্গা নায়
আমারে জল সেচায় জল মানেনা এই ভাঙ্গা নায় ।
একমালা জল সেচতে গেলে তিনমালা যোগায় চালায় ।।
আগা নায়ে মন মনুরায় বসে বসে চুকুম খেলায় ।
আমার দশা তলা ফাঁসা জলসেচি আর গুদরী গড়াই ।।
ছুতোর ব্যাটার কারসাজিতে মানবতরীর ছাদ আটা নাই ।
নৌকার আশেপাশে তক্তা ভালো মেজেল কাঠ গড়েছে তলায় ।।
মহাজনের অমূল্যধন মারা গেলে ডাকিনী জোলায় ।
লালন কয় কী জানি হয় শেষকালে নিকাশের বেলায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা