গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমারে কি রাখবেন গুরু চরণদাসী
আমারে কি রাখবেন গুরু চরণদাসী ।
ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি ।।
জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করার দিয়ে ।
সে সকল গিয়েছি ভুলে এ ভবে আসি ।।
চিনলামনা মন গুরু কি ধন করলামনা তার সেবাসাধন ।
ঘুরতে বুঝি হলোরে মন ভুবন চৌরাশি ।।
গুরু যার আছে সদয় শমন বলে তার কীসের ভয় ।
লালন বলে মন তুই আমায় করলিরে দোষী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২৭