গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি আর কত না জানি অবলা পরাণি এ জ্বলনে জ্বলবো ওহে দয়াশ্বর
আমি আর কত না জানি অবলা পরাণি এ জ্বলনে জ্বলবো ওহে দয়াশ্বর ।
চিরদিন দুঃখের অনলে প্রাণ জ্বলছে আমার ।।
দাসী মলে ক্ষতি নাই যাইহে মরে যাই
দয়াল নামের দোষ রবে হে গোসাই তোমার ।।
দাওহে দুঃখ যদি তবু তোমায় সাধি
তোমা বিনে দোহাই আর দেবো বা কার ।।
ও মেঘ হইলো উদয় লুকাইলো কোথায়
পিপাসায় প্রাণ গেলো পিপাসীর ।।
কোন দোষের ফলে এ দশা ঘটালে
একবার ফিরে চাও হে নাথ ফিরে চাওহে একবার ।।
আমি উড়ি হাওয়ার সাথ ডুরি তোমার হাত
তুমি না তরালে কে তরাবে হে নাথ ।।
ক্ষমো ক্ষমো অপরাধ দাও হে শীতল পদ
লালন বলে প্রাণে সহেনা তো আর ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা