গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি বলি তোরে মন গুরুর চরণ কররে ভজন
আমি বলি তোরে মন গুরুর চরণ কররে ভজন ।
গুরুর চরণ পরম রতন করোরে সাধন ।।
মায়াতে মত্ত হলে গুরুর চরণ না চিনলে ।
সত্য পথ হারালে খোয়াবে গুরুবস্তুধন ।।
ত্রিবিনের তীরধারে মীনরুপে সাঁই বিরাজ করে ।
কেমন করে ধরবি তারে ওরে অবুঝ মন ।।
মহতের সঙ্গ ধরো কামের ঘরে কপাট মারো ।
লালন ভনে সে রুপ দরশনে পাবিরে পরশরতন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৩৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩৩