গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি যার ভাবে আজ মুড়েছি মাথা
আমি যার ভাবে আজ মুড়েছি মাথা ।
সে জানে আর আমি জানি আর কে জানে মনের কথা ।।
মনের মানুষ রাখবো মনে বলবোনা তা কারো সনে ।
ঋণ শুধিবো কতদিনে মনে সদাই সেহি চিন্তা ।।
সুখের কথা বোঝে সুখি দুঃখের কথা বোঝে দুঃখি ।
পাগল বিনে পাগলের কি বোঝে মনের ব্যাথা ।।
যারে ছিদাম যা তুইরে ভাই আমার বদহাল শুনে কাজ নাই ।
বিনয় করে বলছে কানাই লালন পদে রচে তা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩৪