গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি কার ছায়ায় দাড়াই বলো
আমি কার ছায়ায় দাড়াই বলো ।
হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো ।।
কালার রুপে নয়ন দিয়ে প্রেমানলে মলাম জ্বলে ।
ওরে বিধি একী হলো আমার কাঁনতে কাঁনতে জনম গেলো ।।
জগতে হয় যত ব্যাধী নিদানে হয় তাহার বিধি ।
আমার এ ব্যাধীর নাই আর ঔষধি প্রাণের বন্ধু কোথায় রইলো ।।
প্রাণের মানুষ কোথায় লুকালো আর আমার লাগেনা ভালো
আমার দেহলতা দিনে দিনে শুকাইলো
ফকীর লালন বলে রাধার কপাল ভালো ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা