গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়
আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয় ।
আমি কথার অর্থ ভারী আমাতে আর আমি নই ।।
অনন্ত শহর বাজারে আমি আমি শব্দ করে ।
আমার আমি না চিনিয়ে বেদ পড়ি পাগলের প্রায় ।।
মনসুর হাল্লাজ ফকীর সেতো বলেছিলো আমি সত্য ।
সই পলো সাঁইর আইনমতো শরায় কী তার মর্ম পায় ।।
কুম বেইজনি কুম বেইজনিল্লা সাঁই হুকুম আমি হিল্লা ।
লালন বলে এ ভেদ খোলা মুর্শিদেরই ঠাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১২৯