গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি কোন সাধনে তারে পাই
আমি কোন সাধনে তারে পাই ।
আমার জীবনের জীবন সাঁই ।।
শাক্ত শৈব বৈরাগ্যের ভাব তাতে যদি হয় চরণ লাভ ।
দয়াময় কেন সর্বদাই বেদীভক্তি বলে দুষিলেন তাই ।।
সাধলে সিদ্ধির ঘরে শুনিলাম সেও পায়না তারে ।
সাধক যে ব্যাক্তি পেলো সে মুক্তি ঠকে যাবে অমনি শুনিরে ভাই ।।
গেলোনা রে মনের ভ্রান্ত পেলাম না সে ভাবের অন্ত ।
বলে তাই মূঢ় লালন ভবে এসে মন কি করিতে কি করে যাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩২