গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই ।
এবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই ।।
বেদ পুরাণে শুনি সদাই কীর্তিকর্মা আছে একজন জগতময় ।
আমি না জানি তার বাড়ি কোথায় আমি কি সাধনে তারে পাই ।।
যাদের সঙ্গে করি কারবার তারাই সব বিবাগী আবার হলোরে আমার ।
লুটলোরে এই ধনীর ভাণ্ডার আমায় ঘিরে উনপঞ্চাশ বায় ।।
কে বা আমার আমি বা কার মিছে ধন্ধবাজি এ ভবসংসার ।
অধীন লালন বলে হইলাম অপার আমার সাথের সাথী কেহ নয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩১