গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি ভবনদীতে স্নান করি ভবনদীতে ডুব দিলাম না
আমি ভবনদীতে স্নান করি ভবনদীতে ডুব দিলাম না ।
কূলে বসে ঐরুপ হেরি নদীর কূলে কূলে বেড়াই ঘুরি
পাইনা ঘাটের ঠিকানা ।।
পানির নীচে স্থলপদ্ম তাহার নীচে কত মধু গো ।
কালো ভ্রমর জানে মধুর মর্ম অন্য কেউ আর জানেনা ।।
নতুন গাঙ্গে জোয়ার আসে সঙ্গে একটা কুমীর ভাসে ।
লালন বলে সেই কুমীরে গ্রাসে তাতে মরণভয়, নামিস না ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা