গীতিকার: লালন ফকির
শিরোনাম: এমন দিন কি হবেরে আর
এমন দিন কি হবেরে আর ।
খোদা সেই করে গেলো রসুলরুপে অবতার ।।
আদমের রুহু সেই কেতাবে শুনিলাম তাই ।
নিষ্ঠা যার হলোরে ভাই মানুষ মোর্শেদ করে সার ।।
খোদ সুরতে পয়দা আদম এও জানা যায় অতিমরম ।
আকার নাই যার সুরত কেমন লোকে বলে তাও আবার ।।
আহমদ নাম লিখিতে মীম নফি হয় তার কীসেতে ।
সিরাজ সাঁই কয় লালন তাতে কিঞ্চিৎ নজির দেখো তার ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৭৮