গীতিকার: লালন ফকির
শিরোনাম: এমন মানবসমাজ কবে গো সৃজন হবে
এমন মানবসমাজ কবে গো সৃজন হবে ।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে ।।
শোনায়ে লোভের বুলি নেবেনা কেউ কাধে ঝুলি ।
ইতর আতরাফ বলি দূরে ঠেলে নাহি দেবে ।।
আমির ফকির করে এক ঠাই সবার পাওনা পাবে সবাই ।
আশরাফ বলিয়া রেহাই ভবে কেহ নাহি পাবে ।।
ধর্ম কূল গোত্র জাতির তুলবে নাকো কেহ জিকির ।
কেঁদে বলে লালন ফকীর কে মোরে দেখায়ে দেবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৩৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা