গীতিকার: লালন ফকির
শিরোনাম: এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে ।
দয়াল চাঁদ আসিয়ে আমায় পার করিবে ।।
সাধনের বল কিছুই নাই কেমনে সে পারে যাই ।
কূলে বসে দিচ্ছি দোহাই অপার ভেবে ।।
পতিতপাবন নামটি তোমার তাই শুনে বল হয়গো আমার ।
আবার ভাবি এ পাপীর ভার সে কি নেবে ।।
গুরুপদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন ।
লালন বলে কী করিতে এলাম ভবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮০