গীতিকার: লালন ফকির
শিরোনাম: আন্ধাবাজি ধান্ধায় পড়ে আন্দাজি করলি সাধন
আন্ধাবাজি ধান্ধায় পড়ে আন্দাজি করলি সাধন ।
কোন সাধনায় পাবি পরম ধন ।।
ভোগ দিয়ে ভগবান পেলে আল্লা পাইতি শিরনি তে ।
মক্কায় গিয়ে পেলে খোদা ফিরতি না খালি হাতে ।।
গয়া কাশী বৃন্দাবনে পেলে হরি ফিরতো নারে ।
খ্রীস্টান গীর্জাঘরে পেলে ঈশ্বর ভুলতো নারে ।।
নগদ পাওয়া দূরের কথা বাকীতে শুধু যায় জীবন ।।
ফকীর লালন বলে লুটাও গুরুর চরণতলে
পাবি সে ধন নিরঞ্জন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৩৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা