গীতিকার: লালন ফকির
শিরোনাম: এনেছে এক নবীন গোরা নতুন আইন নদীয়াতে
এনেছে এক নবীন গোরা নতুন আইন নদীয়াতে ।
বেদ পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচারমতে ।।
সাতবার খেয়ে একবার স্নান নাই পূজা তার নাই পাপ পুণ্যিজ্ঞান ।
অসাধ্যের সাধ্য বিধান বিলাচ্ছে সব ঘাটে পথে ।।
না করে সে জাতের বিচার কেবল শুদ্ধপ্রেমের আচার
সত্যমিথ্যা দেখো প্রচার সাঙ্গপাঙ্গ জাত অজাতে ।।
শুনে ঈশ্বরের রচনা তাই বলে সে বেদ মানেনা ।
লালন কয় ভেদ উপাসনা কর দেখি মন দোষ কি তাতে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা