গীতিকার: লালন ফকির
শিরোনাম: আপনার আপনি চিনিনে
আপনার আপনি চিনিনে ।
দ্বীন জনের উপর যার নাম অধর তারে চিনবো কেমনে ।।
আপনারে চিনতাম যদি মিলতো অটল চরণ বিধি ।
মানুষের করণ হতো সিদ্ধি শুনি আগম পুরাণে ।।
কর্তারুপে রুপের নাই অন্বেষণ নইলে কি হয় রুপ নিরুপণ ।
আপ্তবাক্যে পায় সে আদিধরণ সহজ সাধক জনে ।।
দিব্যাজ্ঞানী যেজন হলো নিজতত্বে নিরঞ্জন পেলো ।
সিরাজ সাঁই কয় লালন রলো জন্মান্ধ মনগুণে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১১২