গীতিকার: লালন ফকির
শিরোনাম: আপনার আপনি যদি চেনা যায়
আপনার আপনি যদি চেনা যায় ।
তবে তারে চিনতে পারি সেই দয়াময় ।।
ওপরওয়ালা সদর বারি আত্মারুপে অবতারী ।
মনের ঘোরে চিনতে নারি কীসে কি হয় ।।
যে অঙ্গ সেই অংশকলা কায় বিশেষে ভিন্ন বলা ।
যার ঘুচেছে মনের ঘোলা সে কী তা কয় ।।
সেই আমি কি এই আমি তাই জানিলে যায় দুর্ণামী ।
লালন কয় তবে কি ভ্রমি ও ভবকুপায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১১৫