গীতিকার: লালন ফকির
শিরোনাম: আপন সুরতে আদম গঠলেন দয়াময়
আপন সুরতে আদম গঠলেন দয়াময় ।
নইলে কি ফেরেশতারে সেজদা দিতে কয় ।।
আল্লাহ আদম না হলে পাপ হতো সেজদা দিলে ।
শেরেকি পাপ যারে বলে এ দ্বীন দুনিয়ায় ।।
দুষে সেই আদম সফি আজাজিল হলো পাপী ।
মন তোমার লাফালাফি তেমন দেখা যায় ।।
আদমি সে চেনে আদম পশু কি তার জানে মরম ।
লালন কয় আদ্য ধরম আদম চিনলে হয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১০৮