গীতিকার: লালন ফকির
শিরোনাম: আপন দোষে আপনি মরবি দোষী করবি কার
আপন দোষে আপনি মরবি দোষী করবি কার ।
সেখানে বলে এলি কি কার্য তুই করলি তার ।।
যখন ছিলি মায়ের উদরে বলেছিলি ভজবো গুরু গিয়ে সংসারে ।
এখন বিষয় পেয়ে মত্ত হয়ে গেলিরে মন ছারখার ।।
মহাজনের অমূল্যরতন দিয়েছিলো তোর হাতে করিতে যতন ।
এখন বুঝি হারিয়ে সে পুজি বদনামি করবি কার ।।
অমাবস্যা পূর্ণিমার তিথি এদিনে হলে যুগল মিলন পুরুষের ক্ষতি ।
তুমি চেনোনা মন অমাবস্যায় নদীর জল উঠে ডাঙ্গায়
সিরাজ সাঁই কয় এবার তুমি থাকো হুশিয়ার ।।
গাটের মাল সব জুয়াচোরে নেবে যে এবার ।
ফকীর লালন ভনে এই না জেনে শুধু আসাযাওয়া হবে সার ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা