গীতিকার: লালন ফকির
শিরোনাম: আপন খবর না যদি হয়
আপন খবর না যদি হয় ।
যার অন্ত নাই তার খবর কে পায় ।।
আত্মারুপে কেবা ভাণ্ডে করে সেবা ।
দেখো দেখো যেবা হও মহাশয় ।।
কে বা চালায় হারে কে বা চলে ফেরে
কে বা জাগে ধড়ে কে বা ঘুমায় ।।
অন্য আনমনা ছাড়ো মনরে আত্মতত্ব ঢেড়ো
লালন বলে তীর্থ ব্রতের কার্য নয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১০৬