গীতিকার: লালন ফকির
শিরোনাম: আপন মনে যার গরল মাখা থাকে
আপন মনে যার গরল মাখা থাকে ।
যেখানে যায় সুধার আশায় তথায় গরলই দেখে ।।
কীর্তিকর্মার কীর্তি অথৈ যে যা ভাবে তাই দেখতে পায় ।
গরল বলে কারে দোষাই ঠিক পড়েনা ঠিকে ।।
মনের গরল যাবে যখন সুধাময় সব দেখবে তখন ।
পরশিলে এড়াবি শমন নইলে পড়বি পাঁকে ।।
রামদাস মুচির মন সরলে চামকাটোয়ার গঙ্গা মেলে ।
সিরাজ সাঁই লালনকে বলে আর কী বলবো তোকে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১০৯