গীতিকার: লালন ফকির
শিরোনাম: আপন মনের বাঘে যারে খায়
আপন মনের বাঘে যারে খায় ।
কোনখানে পালালে বলো বাঁচা যায় ।।
বন্ধছন্দ করিয়ে এটে ফস করে যায় অমনি কেটে ।
আমার মনের বাঘ গর্জে উঠে সুখপাখিরে হানা দেয় ।।
মরণের আগে যে মরে ঐ বাঘে কি করতে পারে ।
মরা কি সে আবার মরে মরেও সে জিন্দা রয় ।।
মরার আগে জ্যান্তে মরা গুরুপদে মন নোঙ্গর করা ।
লালন তেমনই পতঙ্গের ধারা অগ্নিমুখে ধেয়ে যায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১১০