গীতিকার: লালন ফকির
শিরোনাম: আপনার আপন খবর নাই
আপনার আপন খবর নাই ।
গগনের চাঁদ ধরবো বলে মনে করি তাই ।।
যে গঠেছে এ প্রেমতরী সেই হয়েছে চরণধারী ।
কোলের ঘোরে চিনতে নারি মিছে গোল বাধাই ।।
আঠারো মোকামে জানা মহারসের বারামখানা ।
যে রসের ভিতরে সে না আলো করে সাঁই ।।
না জেনে চাঁদ ধরার বিধি কথার কৈট সাধন সাধি ।
লালন বলে বাদী ভেদী বিবাদী সদাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা