গীতিকার: লালন ফকির
শিরোনাম: আর আমারে মারিসনে মা
আর আমারে মারিসনে মা ।
বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবোনা ।।
ননীর জন্যে আজ আমারে মারলি গো মা বেধে ধরে ।
দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেলো জানা ।।
পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে ।
মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা ।।
ছেড়ে দে মা হাতের বাঁধন যায় যেদিক এই দু নয়ন মন ।
পরের ডাকে ডাকবে এখন লালন তোর গৃহে আর থাকবে না ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৪০