গীতিকার: লালন ফকির
শিরোনাম: আর আমায় বলিসনারে শ্রীদাম ব্রজের কথা
আর আমায় বলিসনারে শ্রীদাম ব্রজের কথা ।
যার কারণ পেয়েছিরে ভাই প্রাণ ব্যাথা ।।
ছিলো মনের তিনটি বাঞ্ছা
নদীয়ায় সাধবো আছে ইচ্ছা প্রেমঋণে গাথা
সেই কারণে নদে ভুবনে জাগে হৃদয়লতা ।।
ছিদামরে ভাই বলি তোরে
ফিরে যা ভাই আপন ঘরে কে বোঝে এই প্রাণে ব্যাথা
মনের কথা প্রাণের ব্যাথা বলবোনা তা ।।
যার কারণে বইরে বাদা
শোন বলিরে ছিদাম দাদা ও সে নন্দপিতা
তাই ভেবে বলছে লালন ধন্যরে যশোদা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩৯