গীতিকার: লালন ফকির
শিরোনাম: আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায় ।
সে চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয় ।।
চাতকরুপ পাখি যেমন করে সে প্রেম নিরুপণ ।
আছি তেমন প্রায় কারে বা শুধাই সে চাঁদের উদ্দিশ কে কয় ।।
একদিন সে চাঁদ গৌরাঙ্গ গোপীনাথতলায় গেলো ।
হারায় সেথায় সোনার নদীয়া সেই হতে অন্ধকার হয় ।।
গৌরচাঁদ এই স্বচক্ষে যেজনা একবার দেখে ।
দুঃখ দূরে যায় ভজনহীন তাই লালন কি তা জানতে পায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৪২