গীতিকার: লালন ফকির
শিরোনাম: আর কি আসবে সেই কেলে শশী এই গোকুলে
আর কি আসবে সেই কেলে শশী এই গোকুলে ।
তারে চেনেনা গোকুলবাসী কী ভোলে ।।
ননীচোরা বলে অমনি করে বাঁধে নন্দরাণী ।
নানারুপ অপমানি করিলে ।।
অনাদির আদি গোবিন্দ তারে রাখাল বানায় নন্দ ।
আরো রাখালগণ তার স্কন্ধে চড়িলে ।।
হারালে চায় পেলে লয়না ভবজীবের ভ্রান্তি যায়না ।
লালন কয় দৃষ্ট হয়না এই নরলীলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৪১ (বাণীর ভিন্নতা লক্ষ্য করা হয় )